Cumilla Resindential School & College
South Thakurpara, Adarsha Sadar, Cumilla. EIIN: 131943, Institute Code: 7751
Text Size     A    A    A
Color
    
C
  
C
  
C
  
C

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার পাগলা নয়ামাটি গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে শিক্ষার আলোক বর্তিকা হাতে দাঁড়িয়ে আছে পাগলা উচ্চ বিদ্যালয়। ১৯৭৬ সালে বিদ্যালয়টি স্বীকৃতি পায়।

মনোরম পরিবেশে সুদৃশ্য অট্টালিকায় ছাত্র-ছাত্রীদের কলহাস্যময় ধব্বনি অভিভাবকদের প্রাণ কেড়ে নেয়। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গন। বিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গন প্রাণচঞ্চল হয়ে উঠেছে।
ভোকেশনাল, মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা এবং উন্মুক্ত এই চার বিভাগে পড়াশুনা চলছে। ছাত্র-ছাত্রীদের জন্য সুসজ্জিত সুন্দর গ্রন্থাগার রয়েছে। বিদ্যালয়ের ফলাফল বরাবরই সন্তোষজনক। এসএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে বহুসংখ্যক ছাত্র-ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে।
পাগলা উচ্চ বিদ্যালয়, ক্রমাগত অগ্রগতির পথে এগিয়ে চলেছে। আগামী দিনে হয়তো এখানেই আরো উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টি হবে।

share with :